বৃহস্পতিবার (৬ জুন) সকাল থেকেই বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা অ্যাপ দু’টি ব্যবহারে ভোগান্তির শিকান হন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মিরর জানিয়েছে, সকাল থেকেই ইউরোপের বিভিন্ন দেশে ফেসবুক ও ও তাদের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ডাউন হয়ে যায়।
ব্যবহারকারীদের মধ্যে ৬৪ শতাংশ জানিয়েছেন, তারা অ্যাপে যুক্ত হতে সমস্যায় পড়েছেন। ৩৩ শতাংশ জানিয়েছেন, তাদের মেসেজ পাঠানো বা গ্রহণে সমস্যা হয়েছে।
বাংলাদেশেও ফেসবুকে কোনো কিছু পোস্ট করতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন একাধিক ব্যবহারকারী।
সমস্যার কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুন ০৬, ২০১৯
একে