ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দুর্নীতির দায়ে ইরানি প্রেসিডেন্টের ভাইয়ের ৫ বছরের সাজা  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৯
দুর্নীতির দায়ে ইরানি প্রেসিডেন্টের ভাইয়ের ৫ বছরের সাজা  

দুর্নীতির দায়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির ভাই হোসেন ফেরেইদাউনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিচার বিভাগের মুখপাত্রের গোলাম হোসেন ইসমাইলির বরাত দিয়ে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এ তথ্য জানায়।  

ইসমাইলি বলেন, এক আর্থিক দুর্নীতি মামলায় ফেরেইদাউনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু তিনি এর ভেতর আরও একটি মামলায় সাজা পেতে পারেন।

মামলাগুলোর ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।

খবরে বলা হয়, এর আগে চলতি বছরের মে মাসে রুহানির ভাই ফেরেইদাউনকে আর্থিক দুর্নীতির মামলায় অনির্দিষ্ট মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।  

এদিকে প্রেসিডেন্টের সমর্থকরা ফেরেইদাউনের এ দণ্ডাদেশকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করছেন।  

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯ 
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।