মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিচার বিভাগের মুখপাত্রের গোলাম হোসেন ইসমাইলির বরাত দিয়ে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এ তথ্য জানায়।
ইসমাইলি বলেন, এক আর্থিক দুর্নীতি মামলায় ফেরেইদাউনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু তিনি এর ভেতর আরও একটি মামলায় সাজা পেতে পারেন।
খবরে বলা হয়, এর আগে চলতি বছরের মে মাসে রুহানির ভাই ফেরেইদাউনকে আর্থিক দুর্নীতির মামলায় অনির্দিষ্ট মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে প্রেসিডেন্টের সমর্থকরা ফেরেইদাউনের এ দণ্ডাদেশকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করছেন।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এইচজে