নতুন বছরের প্রথমদিন বুধবার দুপুরে দেশটির একটি মাদক অপরাধ সংস্থার সদস্যদের ম্যাচে এ সংঘর্ষ শুরু হয়। তারা কারাগারের বন্দুকসহ বিভিন্ন অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন।
সংবাদমাধ্যম বলছে, সংঘর্ষে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। এছাড়া হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান। নিহতরা গুলি, ছুরিকাঘাত এবং পিটুনিতে প্রাণ হারিয়েছেন।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থল থেকে চারটি বন্দুক উদ্ধার করা হয়েছে। এই সংঘর্ষের কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। আধিপত্য বিস্তার কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৯
টিএ