শনিবার (১৪ জানুয়ারি) দেশের ১৭টি জেলার কয়েক লাখ মুসল্লিসহ বিদেশি কয়েক হাজার মুসল্লিরা বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অংশ নিয়েছে।
তিনদিনের জামাতে আসা ইজতেমা ময়দানে মুসল্লিদের মধ্যে কেউ তজবি গুনছে, জিকির করছে, কেউ বয়ান শুনছে।
বাদ ফজর থেকে সারাদিন মুসল্লিরা ইসলামের ওপর বিভিন্ন দিক নির্দেশনামূলক বয়ান শুনবেন। তাবলীগ জামাতের শীর্ষ আলেমদের উর্দু বয়ান তাৎক্ষনিক বাংলা, ইংরেজি ও অন্যান্য ভাষায় অনুবাদ করে শোনান তাবলীগ জামাতের শীর্ষ পর্যায়ের আলেমরা। বয়ানে বিশ্বব্যাপী ইসলাম প্রচার, দুনিয়া এবং আখেরাতের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
বিশ্ব ইজতেমার মুরুব্বী গিয়াস উদ্দিন বাংলানিউজকে জানান, রোববার (১৫ জানুয়ারি) লাখ লাখ মুসল্লির অংশগ্রহণের আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। শুক্রবার (২০ জানুয়ারি) ফের শুরু হবে দ্বিতীয় ধাপ। আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে রোববার (২২ জানুয়ারি) শেষ হবে ২০১৭ সালের বিশ্ব ইজতেমা।
বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
আরএস/এসআরএস/এসএইচ