ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শালগাঁও-কালিসীমা ঈদগাহ মাঠে দুই বছর ধরে আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।
মুসল্লিদের জন্য তৈরি করা হয়েছে ভ্রাম্যমাণ ৭০০ পানির ট্যাপ, আটটি পানির ট্যাংক ও ৮০০ টয়লেট ও অজুর স্থান।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন বলেন, মুসল্লিদের জন্য তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। মুসল্লিদের আসা-যাওয়ার সময় রাস্তায় যাতে কোনো সমস্যা না হয় সে জন্য বিশেষ ট্রাফিক ব্যবস্থা করা হয়েছে। সার্বিক নিরাপত্তার জন্য সাদা পোশাক ও পোশাক পরিহিত ৫৮০ পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করছে।
৬ জানুয়ারি সকাল ১১টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমা।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এসআই