ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ইসলাম

আম বয়ানে ব্রাহ্মণবাড়িয়ায় আঞ্চলিক ইজতেমা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
আম বয়ানে ব্রাহ্মণবাড়িয়ায় আঞ্চলিক ইজতেমা শুরু ব্রাহ্মণবাড়িয়ায় আঞ্চলিক ইজতেমা শুরু

ব্রাহ্মণবাড়িয়া: আম বয়ানের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে তিনদিন ব্যাপী আঞ্চলিক ইজতেমা। বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সকালে আম বয়ান দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু করেন ঢাকা থেকে আসা মাওলানা আবু জাফর। ইজতেমায় প্রায় লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছেন। 

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শালগাঁও-কালিসীমা ঈদগাহ মাঠে দুই বছর ধরে আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।

মুসল্লিদের জন্য তৈরি করা হয়েছে ভ্রাম্যমাণ ৭০০ পানির ট্যাপ, আটটি পানির ট্যাংক ও ৮০০ টয়লেট ও অজুর স্থান।

ইজতেমা সফল করতে ২০০ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন বলেন, মুসল্লিদের জন্য তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। মুসল্লিদের আসা-যাওয়ার সময় রাস্তায় যাতে কোনো সমস্যা না হয় সে জন্য বিশেষ ট্রাফিক ব্যবস্থা করা হয়েছে। সার্বিক নিরাপত্তার জন্য সাদা পোশাক ও পোশাক পরিহিত ৫৮০ পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করছে।  

৬ জানুয়ারি সকাল ১১টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমা।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।