ঢাকা: আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলি, সাবেক সংসদ সদস্য এবং আইনমন্ত্রী আনিসুল হকের বাবা অ্যাডভোকেট সিরাজুল হকের ১৪তম মৃত্যুবার্ষিকী শুক্রবার (২৮ অক্টোবর)।
এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং আখাউড়ায় স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
অ্যাডভোকেট সিরাজুল হক ১৯৭০ সালে কসবা-বুড়িচং নির্বাচনী এলাকা থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য এবং ১৯৭৩ সালের সাধারণ নির্বাচনে কসবা-আখাউড়া এলাকা থেকে বাংলাদেশ জাতীয় সংসদেও সংসদ সদস্য নির্বাচিত হন।
সংবিধান প্রণয়নের উদ্দেশে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে করা ৩৪ সদস্যের কমিটির সদস্য ছিলেন তিনি।
১৯২৫ সালে জন্ম নেওয়া প্রখ্যাত এ আইনজীবী ২০০২ সালে ২৮ অক্টোবর মৃত্যুবরণ করেন।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, অক্টোবর ২৭,২০১৬
ইএস/এসএইচ