দক্ষিণখান থেকে: জঙ্গি নেতা, এর আগেই অভিযানে নিহত, মেজর জাহিদের স্ত্রী নারী জঙ্গি জেবুন্নেসা শিলা এখন পুলিশের কব্জায়। রাজধানীর দক্ষিণখানে নব্য জেএমমবির একটি আস্তানায় শনিবার (২৪ ডিসেম্বর) অভিযান চালিয়ে শিলাকে জীবিত আটক করে পুলিশ।
দীর্ঘ সাড়ে সাত ঘণ্টার চেষ্টায় পুলিশ তাদের কাছে এই দুই নারী জঙ্গির আত্মসমর্পণ নিশ্চিত করে।
তারা একটি পিস্তল ও একটি ছুরি পুলিশের কাছে জমা দেয়।
পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট শুক্রবার দিবাগত রাত ২টা থেকেই দক্ষিণখানের আশকোনায় সূর্যভিলা নামের একটি বাড়িতে এই জঙ্গি আস্তানায় অভিযান চালায়।
সেখানে জঙ্গিদের অবস্থান নিশ্চিত হয়েই এই অভিযানের কথা জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
তিনি আগেই সাংবাদিকদের বলেছিলেন, তাদের কাছে তথ্য রয়েছে এটি নব্য জেএমবির আস্তানা। ভেতরে নারী ও শিশু রয়েছে।
শুরু থেকেই নারী জঙ্গিদের জীবিত উদ্ধারের প্রচেষ্টা ছিলো। আর সে কারণেই প্রায় সাড়ে নয় ঘণ্টা বাড়িটি ঘিরে রাখলেও কোনও সশস্ত্র অভিযান চালায়নি পুলিশ।
তবে কয়েক ঘণ্টা পাড় হলেও কেউ আত্মসমর্পণ না করায় সকালে সেখানে সোয়াট, র্যাব, ফায়ার ব্রিগেডের টিম এনে অভিযানের প্রস্তুতি চলছিলো। সকালে সেখানে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিঞাও হাজির হন।
এর কিছুক্ষণ পর দুই নারী জঙ্গি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তাদের সঙ্গে ছিলো দুই শিশু।
পরে পুলিশের দায়িত্বশীল সূত্র বাংলানিউজকে নিশ্চিত করে এদের একজন জঙ্গি জাহিদ ও অপরজন জঙ্গি মুসার স্ত্রী।
তবে সকাল সাড়ে ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত রাজধানীর দক্ষিণখানের এই জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সেখানে ভেতরে আরও জঙ্গি রয়েছে বলে পুলিশ জানায়। সকাল ১০টার দিকে ভেতর থেকে গ্রেনেড বিস্ফোরণের হুমকি দেওয়া হচ্ছিলো। আস্তানার ভেতরে আরো ৩ জন রয়েছেন বলে সূত্র জানায়।
পুলিশ তখনও মাইকে আত্মসর্মপণের আহ্বান জানিয়ে যাচ্ছিলো। তবে তাতে সাড়া না দিয়ে ভেতর থেকে জঙ্গিরা বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছিলো বলেই জানায় পুলিশ সূত্র।
** দক্ষিণখানে জঙ্গি আস্তানায় অভিযান চলছে
** জঙ্গিদের আত্মসমর্পনের আহ্বান পুলিশের, সাড়া নেই
** ভেতরে দুই নারী জঙ্গি, শিশুও থাকতে পারে
** জঙ্গিদের জীবিত ধরার চেষ্টা আশকোনায়
** দুই নারী জঙ্গির আত্মসমর্পণ
বাংলাদেশ সময় ০৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
এমএমকে/এসজেএ