ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্যাংকিং সেক্টর সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
ব্যাংকিং সেক্টর সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ- ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ব্যাংকিং সেক্টরকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

শুক্রবার (১০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত দুর্নীতি বিরোধী মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

দেশব্যাপী ২২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একযোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় দুদক চেয়ারম্যান বলেন, দুদকের সক্ষমতার অভাব রয়েছে। তবে সরকারের সহযোগিতার কারণে দুর্নীতি রোধ করা সম্ভব হচ্ছে। তবে ব্যাংকিং সেক্টরের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পাসপোর্ট অধিদফতরেও কমবেশি দুর্নীতি হচ্ছে। যে দুর্নীতি রোধ করতে দুদক ইতোমধ্যে কার্যকর উদ্যোগ নিয়েছে। এছাড়া দুর্নীতি একটি বৈশ্বিক সমস্যা। এটা রোধ করা আসলেই কঠিন। তবে দুদক চেষ্টা করছে দুর্নীতির মাত্রা কমিয়ে আনতে।

তিনি আরো বলেন, দুর্নীতি বিরোধী এ মানবন্ধনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতার জন্ম নেবে। শিক্ষার্থীরা ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক এটাই আমাদের কাম্য। তারা যদি দুর্নীতিগ্রস্ত হয়ে বেড়ে উঠে তাহলে সামনের পথ পাড়ি দেওয়া তাদের জন্যে অনেক দুঃসাধ্য হয়ে উঠবে।

গতবছর দুদকের মামলায় সাজার হার ৫৪ শতাংশ উল্লেখ করে তিনি বলেন, বিগত কয়েক বছরের তুলনায় গত বছর কমিশনের দায়ের করা মামলায় সাজার হার বেড়েছে। এবছর কমিশনের মামলার সাজার হার আরো বাড়বে। এছাড়া দুর্নীতিকারী যতবড়ই শক্তিশালী হোননা কেন তাদের আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করা হবে।

দুদক কর্মকর্তাদের উদ্দেশ্য করে ইকবাল মাহমুদ আরো বলেন, দুদকের কিছু কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। সব প্রতিষ্ঠানে কমবেশি দুর্নীতি রয়েছে। তাই বলে দুদকের কর্মকর্তারা দুর্নীতি করবে সেই কথা আমায় শুনতে হবে এটা মানতে কষ্ট হয়। তাই সবাইকে উদ্দেশ্য করে বলছি, দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না।
  
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, দুদক কমিশনার ড. নাসির উদ্দিন, এ এফএম আমিনুল ইসলাম, দুদক সচিব আবু মো. মোস্তফা, মহাপরিচালক মুনির চৌধুরী, ঢাকা জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাহ উদ্দিন, মতিঝিল রাজস্ব সার্কেল (ভূমি) এর সহকারী-কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মমতাজ প্রমুখ।

এছাড়া মানববন্ধনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এসজে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।