ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তোর্সার পানি তিস্তায় এনে দেওয়ার পাল্টা প্রস্তাব দিয়েছি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
তোর্সার পানি তিস্তায় এনে দেওয়ার পাল্টা প্রস্তাব দিয়েছি

ঢাকা: তিস্তায় না থাকার কথা বলে তোরশা নদী থেকে বাংলাদেশকে পানি দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাকে তিনি ওই নদীর পানি তিস্তায় এনে তা দেওয়ার পাল্টা প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চারদিনের ভারত সফর নিয়ে মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ভারত সফরকালে দ্বিপাক্ষিক বৈঠকে মমতা তিস্তার বদলে তোর্সার পানি দেওয়ার প্রস্তাব করেন।

জবাবে আমি বলেছি, তাহলে তোর্সার পানিই তিস্তায় এনে দিন’।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এমইউএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।