ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঘূর্ণিঝড় মোরা মোকাবেলায় প্রস্তুত মোংলা বন্দর

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৩ ঘণ্টা, মে ২৯, ২০১৭
ঘূর্ণিঝড় মোরা মোকাবেলায় প্রস্তুত মোংলা বন্দর মোংলা বন্দর (ফাইল ছবি)

খুলনা: বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবেলা করতে সব প্রস্তুতি নিয়ে রেখেছে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা বন্দর কর্তৃপক্ষ। দুর্যোগ মোকাবেলায় বন্দরের সব কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে বন্দর কর্তৃপক্ষের উদ্ধারকারী যানবাহন প্রস্তুত রাখা হয়েছে।

মঙ্গলবার (২৯ মে) সকালে ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে।

মোরার প্রভাবে সাগর উত্তাল থাকায় মোংলা বন্দরকে ৫ নং বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় মোকাবেলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে কন্ট্রল রুম খোলা হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ওলিউল্লাহ সোমবার (২৯ মে) ১০টা ৫৪ মিনিটে বাংলানিউজকে বলেন, চার নং সংকেতের পর বন্দরে মিটিং হয়েছে। বন্দর থেকে আর কোনো জাহাজ ছাড়ছে না। কিন্তু বন্দরের উদ্দেশে ইতিমধ্যে যেসব জাহাজ আসছিলো সেসব আসছে।

মোংলা বন্দরে অবস্থানরত জাহাজে পণ্য ওঠানামার কাজ বন্ধ রয়েছে। ঘূর্ণিঝড় মোরা মোকাবেলার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, মে ২৯, ২০১৭
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।