মঙ্গলবার (২৯ মে) সকালে ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে।
মোরার প্রভাবে সাগর উত্তাল থাকায় মোংলা বন্দরকে ৫ নং বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ওলিউল্লাহ সোমবার (২৯ মে) ১০টা ৫৪ মিনিটে বাংলানিউজকে বলেন, চার নং সংকেতের পর বন্দরে মিটিং হয়েছে। বন্দর থেকে আর কোনো জাহাজ ছাড়ছে না। কিন্তু বন্দরের উদ্দেশে ইতিমধ্যে যেসব জাহাজ আসছিলো সেসব আসছে।
মোংলা বন্দরে অবস্থানরত জাহাজে পণ্য ওঠানামার কাজ বন্ধ রয়েছে। ঘূর্ণিঝড় মোরা মোকাবেলার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, মে ২৯, ২০১৭
এমআরএম/এমজেএফ