মৌলভীবাজার: ন্যাশনাল টি কোম্পানির পরিচালক ও মৌলভীবাজার জেলা বিএনপি নেতা এবং শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু বলেছেন, সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখে খেলাধুলা। খেলাধুলাসহ সামাজিক ভালো সব কাজে যুবসমাজকে এগিয়ে আসতে হবে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সরই বাড়ি ফুটবল একাদশের উদ্যোগে ক্যাশ মানি নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহসিন মিয়া মধু বলেন, যুবসমাজ চাইলে দেশের যেকোনো পরিবর্তন এনে দিতে পারে, সেটা জুলাই-আগস্টে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করার মাধ্যমে বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছে। তারা জীবন দিয়ে, আহত হয়ে, আন্দোলন করে দেশকে মুক্ত করেছে, যে আন্দোলনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনসহ স্বৈরাচারবিরোধী সব শক্তি অংশ নিয়েছিল।
তিনি আরও বলেন, খেলার ছলে হলেও আমাদের মধ্যে অনেক দিন পর একটা মিলনমেলায় পরিণত হয়েছে। এর আগে আমরা স্বৈরতন্ত্রের জন্য প্রকাশ্যে এ রকম আয়োজন করতে পারিনি। তাই যুবসমাজ খেলাধুলার আয়োজন করলে আমাদের সহযোগিতা অব্যাহত রাখতে হবে।
মহসিন মিয়া মধু বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিশ্ব নেতারা অনেক সম্মানের চোখে দেখেন। একের পর এক উনার সব মামলা মিথ্যা প্রমাণিত হচ্ছে। আমাদের নেত্রী কখনো দেশ ছেড়ে চলে যাননি। এটা আমাদের অহংকার।
এ সময় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মীসহ ক্রীড়াপ্রেমী সহস্রাধিক দর্শক উপস্থিত ছিলেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
বিবিবি/আরবি