কার্গো ভিলেজে আগুন লাগার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইটকে চট্টগ্রাম ও সিলেটে অবতরণ করতে বলা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যার দিকে বিমানবন্দরের একটি সূত্র এ তথ্য জানায়।
ইতোমধ্যে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ৪টি ফ্লাইট অবতরণ করেছে। ঢাকা থেকে আরও ৪টি আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রাম বিমানবন্দরে ফিরে আসছে।
সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে একটি ফ্লাইট।
এর আগে দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করেছে।
প্রাথমিকভাবে আগুনের সঠিক উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যাত্রী এবং সংশ্লিষ্ট সবাইকে নিরাপদ ও সতর্ক থাকার জন্য অনুরোধ করেছে। সংস্থাটি জানিয়েছে, অগ্নিনির্বাপণ কার্যক্রম শেষ হওয়ার পর ঘটনার বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।
এমআইএইচ/এমজে