ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

৪ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি কার্গো ভিলেজের আগুন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৯, অক্টোবর ১৮, ২০২৫
৪ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি কার্গো ভিলেজের আগুন ছবি: জিএম মুজিবুর। বাংলানিউজ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে আসেনি।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে আগুন লাগলেও সন্ধ্যা ছয়টা নাগাদ এটি নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিটসহ কয়েকটি বাহিনী যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে, সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ। বিকেল ৫টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি।

মুহাম্মাদ কাউছার মাহমুদ বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে ঢাকায় অবস্থিত বিমান বাহিনীর ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার ও বাশার থেকে অগ্নি নির্বাপণের ওপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা কাজ করছেন বলে জানা গেছে।  

আগুনের ঘটনায় কেউ নিহত হয়েছেন কিনা বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

টিএ/এমএমআই/এসসি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।