ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ঘ‍ূর্ণিঝড় ‘মোরা’ মোকাবেলায় প্রস্তুতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, মে ২৯, ২০১৭
লক্ষ্মীপুরে ঘ‍ূর্ণিঝড় ‘মোরা’ মোকাবেলায় প্রস্তুতি ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবেলায় লক্ষ্মীপুরে জরুরি সভা। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও করণীয় নির্ধারণে লক্ষ্মীপুরে জরুরি সভা করেছে জেলা প্রশাসন। সোমবার (২৯ মে) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জনসাধারণকে নিরাপদ স্থানে আশ্রয়ে যেতে উপকূলীয় এলাকায় মাইকিং, নিয়ন্ত্রণ কক্ষ চালু, পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা, ১০২টি আশ্রয়ণ কেন্দ্র ও বিভিন্ন বিদ্যালয়ে আশ্রয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।
 
জেলা প্রশাসক হোমায়রা বেগমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, সিভিল সার্জন মোস্তফা খালেদ আহম্মেদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বোরহান উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ- পরিচালক গোলাম মোস্তফা, তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

এছাড়া একই সময় কমলনগর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ শামছুল আলমের সভাপতিত্বে ঘূর্ণিঝড় মোরার মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে।

উপজেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। এছাড়াও প্রত্যেক ইউনিয়নে চেয়ারম্যানদের প্রধান করে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্র মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। উপকূলীয় এলাকায় মাইকিং করে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। প্রত্যেক মসজিদের ইমামদের মসজিদে মসজিদে ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি নিতে জন সাধারণকে সতর্ক করা হচ্ছে।

ঘূর্ণিঝড় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. বোরহান উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এটিএম এহসানুল হক চৌধুরী, উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার, ইউপি চেয়ারম্যান মাস্টার ছাইফ উল্যাহ, ফয়সল আহমেদ রতন, হাজী হারুনুর রশিদ ও উপজেলা সিপিপি টিম লিটার মো. শামছদ্দোহা খোকন।

এর আগে, রামগতি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে ঘূর্ণিঝড় মোরা’র মোকাবেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে অনুরূপ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তাসহ ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন জানায়, ঘূর্ণিঝড় ‘মোরা’ বঙ্গোপসাগারে অবস্থান করছে। এতে করে লক্ষ্মীপুরসহ উপকূলীয় কয়েকটি জেলায় সাত নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, মে ২৯, ২০১৭
আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।