বুধবার (২৮ জুন) প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ভ্যাট আইনটি ১৯৯১ সালে করা।
আরও পড়ুন: আবগারি শুল্ক কমানোর প্রস্তাব প্রধানমন্ত্রীর
কত টাকার আবগারি শুল্ক কত
সংসদ নেতা বলেন, এটা নিয়ে যেহেতু নানা কথা উঠেছে, কাজেই আমি মনে করি মূল্যসংযোজন করে ব্যবসায়ীরা তেমন একটা সাড়া দিচ্ছে না। কাজেই আগের পর্যায়ে যেভাবে ছিল সেভাবেই থাকবে। সেই ব্যবস্থা করে দেবেন। অন্তত আরও দুই বছরের জন্য। কাজেই আগামী দুই বছর ভ্যাট আইনটা পুরোপুরি কার্যকর না করে বর্তমানে যেভাবে আছে সেভাবেই যাতে ভ্যাট আদায় হয়। এটাই অর্থমন্ত্রী বজায় রাখবেন। সব সংসদ সদস্যদের পক্ষ থেকে অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি।
তবে এসময় কর বিরোধীদের প্রসঙ্গে বলেন, কর ফাঁকি দিতে গেলে নিজেরাই ফাঁকিতে পড়বেন। এটাতো জনগণের কাজে লাগে, দেশের কাজে লাগে। এটা নিয়ে তো কেউ খেয়ে ফেলবে না।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জুন ২৮, ২০১৭
এসএম/এসকে/এএ