ঢাকা, শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১, ০৪ এপ্রিল ২০২৫, ০৫ শাওয়াল ১৪৪৬

জাতীয়

কুলাউড়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে মাহুত নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
কুলাউড়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে মাহুত নিহত

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মেরিনা চা বাগানে হাতির পায়ে পিষ্ট হয়ে মাহুত গনু মিয়া (৪২) নিহত হয়েছেন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তিনি কর্মধা ইউনিয়নের মনছড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।

মৃতের আত্মীয় সূত্রে জানা যায়, সকালে গনু মিয়া হাতি নিয়ে বাগানে কাজে গেলে হঠাৎ করে হাতিটি ক্ষেপে গিয়ে তাকে ঝাপটে ধরে পায়ের নীচে ফেলে মেরে ফেলে। বর্তমানে মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে মেরিনা চা বাগানের ফ্যাক্টরীতে নিয়ে আসা হয়েছে।  

মৃতের মামাতো ভাই আব্দুল মালিক বাংলানিউজকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বাংলানিউজকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।