ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে সবজির বাজারে আগুন

সোলায়মান হাজারী ডালিম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৭
ফেনীতে সবজির বাজারে আগুন ফেনীর সবজি বাজার/ছবি: বাংলানিউজ

ফেনী: শরতে অসময়ের বৃষ্টিতে হঠাৎ করেই বেড়ে গেছে সবজির দাম। প্রায় সব রকমের সবজিই প্রতিকেজি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। অথচ গত দু'দিন আগেও এসব সবজি বিক্রি হচ্ছিল ৫০ থেকে ৬০ টাকার মধ্যে। 

মাছ, মাংসের বাজারে স্থিতিশীলতা থাকলেও সবজির বাজারে রীতিমতো আগুন। হঠাৎ দাম বাড়ার জন্য বিক্রেতারা দায়ী করলেন গত দু'দিনের টানা বৃষ্টি ও পূজার সরকারি ছুটিকে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ফেনীর ছাগলনাইয়া জমদ্দার বাজারে গিয়ে দেখা যায়, প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১শ ৬০ টাকায়, বরবটি-সিম ৭০, চিচিঙ্গা ৭০, ঢেঁড়শ ৭০, টমেটো ১শ, ঝিঙা ৭৫ ও কলা প্রতি হালি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

কিছুটা কমদাম রয়েছে আলু, পেঁপে ও পটলের। আলু বিক্রি হচ্ছে প্রতিকেজি ২০ টাকায়, পটল ৬০ টাকা ও পেঁপে ৩০ টাকায়। এগুলোর দামও বেড়েছে কেজিতে ৫ টাকার মতো।

সবুজ শাকের দামও চড়া। লাল শাক প্রতি আঁটি ২০ টাকা, মূলা শাক ১৫ টাকা, কুমড়া শাক ৩০ টাকায় বিক্রি হচ্ছে।   ওই বাজারের ব্যবসায়ী মোহাম্মদ হানিফ জানান, গত দু'দিনের টানা বৃষ্টির কারণে অনেক সবজির ক্ষেতের ক্ষতি হয়েছে, ডুবে রয়েছে পানিতে। অন্যদিকে পূজার ছুটি থাকার কারণে সবজি পরিবহনেও ব্যয় বেড়েছে ব্যবসায়ীদের। তবে মূল কারণ লাগাতার বৃষ্টি।  

অপরদিকে সবজির বাজারে চরম অস্বস্তি দেখা গেলেও মাছের বাজার দেখা যায় মোটামুটি স্থিতিশীলতা। জমদ্দার বাজারে প্রতিকেজি ইলিশ বিক্রি হচ্ছে সাড়ে ৪শ টাকায় (১টা ৬-৭শ গ্রাম), মাঝারি সাইজ ৪শ টাকা (কেজিতে ২টি) একটু ছোট সাইজ (কেজিতে ৩-৪টি) বিক্রি হচ্ছে ৩'শ টাকায়।  

রুই মাছ (প্রতিটি ৮-৯শ গ্রাম) ২শ ৪০ টাকা, কাতলা তিনশো, তেলাপিয়া বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।  

এছাড়া সামুদ্রিক লইট্টা বিক্রি হচ্ছে ৫০ টাকায়, সুরমাসহ অন্য মাছ বিক্রি হচ্ছে ১শ টাকায়। ছোট সাইজের প্রতিকেজি চিংড়ি ৪'শ, বড় সাইজের ৭-৮শ টাকায়।  

পোল্ট্রি মুরগি বিক্রি হচ্ছে ১শ ১০ টাকা, দেশি মোরগ ২শ ৫০ থেকে ৩শ টাকায়। গরুর মাংস প্রতিকেজি ৫শ টাকা ও খাসির মাংস ৬শ ৫০ টাকায় বিক্রি হচ্ছে।  

***অস্থিতিশীল সবজির বাজার, চালে ফিরছে স্বস্তি

বাংলাদেশ সময় ১০৪০ ঘন্টা ২৯ সেপ্টেম্বর ২০১৭
এসএইচডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।