ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডিএনসিসিতে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
ডিএনসিসিতে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে (ডিএনসিসি) আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে গণভবনে স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

পরে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বিষয়টি জানান।

নৌকার প্রার্থী বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে প্রার্থী হতে দু’জন নারীসহ মোট ১৮ জন মনোনয়নপত্র জমা দেন।  

তিনি বলেন, মনোনয়ন বোর্ডে সবার সর্বসম্মতিতক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে ক্লিন ইমেজের সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তানকে মনোনয়ন দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম, কর্নেল (অব) ফারুক খান, আবদুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক দীপু মনি, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় মনোনয়ন বোর্ডের সভা। সভায় বোর্ডের প্রায় সব সদস্য উপস্থিত ছিলেন।

এর আগে ম‌নোনয়নপ্রত্যাশীদের ফরম জমা নেওয়ার পর তা‌দের মঙ্গলবার সন্ধ্যায় গণভব‌নে যাওয়ার আমন্ত্রণপত্র দেওয়া হ‌য়। সবার আগে প্রচারণায় নামা বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম এবং ‌বিমানবন্দর সড়‌কের সৌন্দর্য বর্ধনের দা‌য়ি‌ত্বে থাকা ভিনাইল ওয়া‌র্ল্ডের আ‌বেদ মনসুরসহ মোট ১৮ জন আওয়ামী লীগের প্রার্থী পদে মনোনয়ন ফরম জমা দেন।

একদিন আগে অর্থাৎ সোমবার (১৫ জানুয়ারি) রাতে এ সিটিতে উপ-নির্বাচনে প্রার্থী হিসেবে দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়ালকে মনোনয়ন দেয় বিএনপি। নির্বাচনে মেয়রের দৌড়ে তাবিথের প্রতিদ্বন্দ্বী কে হচ্ছেন দিনভর আলোচনায় প্রাধান্য পায় এ বিষয়।   

গত ০৯ জানুয়ারি নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তফসিল অনুযায়ী  মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৮ জানুয়ারি। প্রত্যাহারের শেষ সময় ২৯ জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২১ ও ২২ জানুয়ারি। আর নির্বাচনে ভোটগ্রহণ হবে ২৬ ফেব্রুয়ারি।

এদিকে ডিএনসিসি উপ-নির্বাচন স্থগিত চেয়ে রিট করা হয়েছে।  মঙ্গলবার (১৬ জানুয়ারি) এ বিষয়ে শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য বুধবার (১৭ জানুয়ারি) দিন নির্ধারণ করেছেন।

ডিএনসিসি উপ-নির্বাচন ২৬ ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
এমইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।