ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. এমরান কবির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. এমরান কবির কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দিয়েছেন।

আগামী চার বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২ ডিসেম্বর থেকে মোট ৫৮ দিন উপাচার্য শূন্য ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ছাড়াও প্রায় ৩৫টি সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা বন্ধ রয়েছে। পাশাপাশি ডিসেম্বর ও জানুয়ারি মাসের বেতন বন্ধ রয়েছে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।