বুধবার (২৭ জুন) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রবৃদ্ধি ৭ শতাংশের উপরে।
প্রধানমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে আমাদের প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৬৫ শতাংশ। এ বছর চূড়ান্ত প্রবৃদ্ধি দাঁড়াবে ৭ দশমিক ৭৮ শতাংশ। আমরা বিগত ৩ অর্থবছর ৭ শতাংশের উপরে প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছি। এটা কিন্তু কম কথা নয়।
বাজেট বাস্তবায়নের পেছনে সকল শ্রেণী-পেশার মানুষের অবদান রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের মেহনতি মানুষ, কৃষক শ্রমিক, প্রবাসীরা অবদান রাখছে বলেই বাজেট বাস্তবায়ন করতে পেরেছি। আমরা একটা পরিবার হিসেবে কাজ করছি। বিরোধী দল আমাদের সব সময় সহযোগিতা করেছে। এজন্য তাদের ধন্যবাদ।
চলমান মাদক বিরোধী অভিযান সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছি। আমাদের অভিযান অব্যাহত রাখবো। মাদক এমন পর্যায়ে চলে গেছে যে এটা রোধ করতে হবে। যে যাই বলুক আমরা যে পদক্ষেপ নিয়েছি তা অব্যাহত থাকবে। কে কী বললো তাতে আমাদের কিছু আসে যায় না।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ পর যারা ক্ষমতায় এসেছে কেউ কিন্তু সাহস পায়নি ভারতকে সীমানা চুক্তি বাস্তবায়ন করার কথা বলতে। সাবেক প্রেসিডেন্ট (এরশাদ) এখানে বসে আছেন। তার সামনেই বলছি। কেউ ভারতকে বলেননি সীমানা চুক্তি বাস্তবায়ন করো।
সাফল্যের ধারা ধরে রাখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
এসকে/এসএম/এমজেএফ