ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
হোসেনপুরে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা জব্দ মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও ওষুধ। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও ওষুধ বিক্রির অপরাধে অভিযান চালিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার হাজীপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদফতর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরিদর্শক জয়দেব রাজবংশীসহ পুলিশ সদস্যরা।


 
বাংলানিউজকে সহকারী পরিচালক জানান, অভিযানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও ওষুধ বিক্রির অপরাধে সীমা মেডিকেল হলকে ২০ হাজার, এমদাদুল হক ট্রেডার্সকে পাঁচ হাজার ও ব্রাদার্স মেডিকেল হলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।  

অভিযানে জব্দ মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও ওষুধ জনসাধারণের উপস্থিতিতে ধ্বংস করা হয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।