ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত। ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মীরহাটি এলাকায় বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অটোরিকশার আরো দুই যাত্রী। 

বুধবার (২৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- জেলা শহরের কান্দিপাড়া এলাকার গুফুর মিয়ার ছেলে সাবু মিয়া (২৫) ও বারেক মিয়ার ছেলে সাচ্চু মিয়া (৩২)।

তারা দু’জনেই মাছ ব্যবসায়ী বলে জানা গেছে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার বাংলানিউজকে বলেন, দুপুরে যাত্রীবাহী একটি অটোরিকশা জেলা শহরের দিকে আসছিল। পথে কুমিল্লা-সিলেট মহাসড়কে মীরহাটি এলাকায় পৌঁছালে দিগন্ত পরিবহনের একটি লোকাল বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই যাত্রী নিহত হন। এসময় আহত হন অটোরিকশার আরো দুই যাত্রী।  

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করতে পারলেও পলাতক রয়েছে চালক।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।