খুলনায় বৃষ্টিতে জমেছে পানি-ছবি-বাংলানিউজ
খুলনা: মধ্য ফাল্গুনের বৃষ্টিতে খুলনায় শীতের আমেজ ফিরে এসেছে। রোববার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৫টার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। যা চলে সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা পর্যন্ত।
সকাল ১১টা পর্যন্ত আকাশ মেঘলা রয়েছে। ফিরে ফিরে বাতাস বইছে।
ফাল্গুনের শুরু থেকে যে গুমোট গরম পড়া শুরু হয়েছিল বৃষ্টিতে সে ভাব কেটে গিয়ে আবার শীতের আমেজ ফিরে এসেছে।
বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের কারণে হওয়া বৃষ্টিতে তরমুজ চাষের উপকার হয়েছে।
খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ বাংলানিউজকে বলেন, ভোর সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত খুলনায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়। এসময় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কালবৈশাখী ঝড় আসবে এমন প্রভাবে এ বৃষ্টিপাত। এখন থেকে মাঝে মধ্যে এ ধরনের বৃষ্টিপাত হতে পারে।
বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এমআরএম/আরআর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।