ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভারত-বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ প্রশিক্ষণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
ভারত-বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ প্রশিক্ষণ

ভারত ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠান ‘সম্প্রীতি-৮’।

বাংলাদেশে প্রশিক্ষণটিতে যোগ দিতে শুক্রবার (১ মার্চ) ভারতীয় বিমান বাহিনীর বিশেষ এয়ারক্রাফট ‘আইএল-৭৬’ এ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে ভারতীয় সেনাবাহিনীর ১৭০ সদস্যের দল।  

প্রশিক্ষণটি মার্চের ২ থেকে ১৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

৮ম বারের মতো অনুষ্ঠিত হওয়া এই প্রশিক্ষণ টাঙ্গাইলে অবস্থিত ‘বঙ্গবন্ধু সেনানিবাস ক্যান্টনমেন্টে’ অনুষ্ঠিত হবে।  

দু’দেশের সেনাবাহিনীর মধ্যকার আন্তঃক্রিয়া ও সহযোগকে শক্তিশালী করাই এই প্রশিক্ষণটির মূল উদ্দেশ্য। একইসঙ্গে প্রশিক্ষণটির মাধ্যমে সন্ত্রাসবাদ মোকাবিলায় একে অপরের অভিজ্ঞতা থেকে নিজেদের আরও সমৃদ্ধশালী করে তুলবে তারা।
 
সেনাবাহিনীর এবারের আয়োজিত ‘সম্প্রীতি’ প্রশিক্ষণে প্রথমবারের মতো বন্যা ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের সময়ে ত্রাণ ব্যবস্থাপনা ও এর প্রতিক্রিয়া ব্যবস্থার প্রশিক্ষণ পাবে।

যৌথ এ প্রশিক্ষণটি দু’দেশের প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যকার শক্তিশালী সম্পর্কের ‘প্রতীক’।  

প্রশিক্ষণ শেষে ১৬ মার্চ একই এয়ারক্রাফটযোগে নিজ দেশে ফিরে যাবে ভারতীয় সেনাবাহিনীর দলটি।

সর্বপ্রথম ২০১১ সালে ভারতের আসাম রাজ্যে যৌথ এ প্রশিক্ষণটি শুরু হয়। এরপর থেকে দু’দেশই পালাক্রমে এর আয়োজন করে আসছে।  

এর আগে ২০১৮ সালে ভারতের মিজোরাম রাজ্যের ভৈরেংতে শহরে অবস্থিত কাউন্টার ইনসার্জেন্সি ও জঙ্গল ওয়ারফেয়ার স্কুলে এটি অনুষ্ঠিত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।