ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সামনে এগোতে হবে, নারীদের প্রতি সুলতানা কামাল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
সামনে এগোতে হবে, নারীদের প্রতি সুলতানা কামাল আলোচনা অনুষ্ঠানে অতিথিরা-ছবি-বাংলানিউজ

ঢাকা: বাঙালি অনেক কিছু অস্বীকার করতে যেয়ে নারীর অবদানও ভুলে গেছে। নারীরাও যে দেশে ক্রান্তিকালে নেতৃত্ব দিয়েছে সেটা কেউ স্মরণ করতে চান না। এখন নারীর অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা তৈরি করা হয়। সব কিছু পেছনে ফেলে নারী সমাজকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। 

রোববার (৩১ মার্চ) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র আয়োজিত শহীদ সাংবাদিক সেলিনা পারভীন স্মরণে আলোচনা ও পদক প্রদান অনুষ্ঠানে এসব মন্তব্য করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল।

সুলতানা কামাল বলেন, ১৯৫৮ সালে আইয়ুব সরকার যখন কারণে-অকারণে বার বার বঙ্গবন্ধুকে গ্রেফতার করে তখন আমেনা খাতুন নামে এক নারী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন।

কালের পরিক্রমায় আজ তার কথা আমরা ভুলে গেছি। যখন ২৫শে মার্চে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করে তখন কিছু নারীকে বেছে বেছে হত্যা করা হয়। কারণ পাকিস্তানিরা জানতো, এই নারীরাই বাঙালি সমাজের হাল ধরছে, তারা অবহেলিত মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

তিনি বলেন, আমরা যেমন বীর সেনানিদের স্মরণ করছি একইসঙ্গে আমাদের সেই বীর নারীদের কথাও স্মরণ করতে হবে। যারা আমাদের নারী সমাজকে সামনের দিকে নিয়েছিলো। লালন করতে হবে শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের মতো মহৎ নারীদের। তাদের কথা ভুলে গেলে বাঙালির ইতিহাস, ঐতিহ্যকেই যেন ভুলে যাওয়া হয়।

বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিম আরা হক মিনুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরিন, শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছোট ভাই সেলিম সাহাবুদ্দিন, সেলিনা পারভীনের ছোট বোনের মেয়ে মেহেরুন এন ইসলাম, কামরুন ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
ইএআর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।