রোববার (৩১ মার্চ) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র আয়োজিত শহীদ সাংবাদিক সেলিনা পারভীন স্মরণে আলোচনা ও পদক প্রদান অনুষ্ঠানে এসব মন্তব্য করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল।
সুলতানা কামাল বলেন, ১৯৫৮ সালে আইয়ুব সরকার যখন কারণে-অকারণে বার বার বঙ্গবন্ধুকে গ্রেফতার করে তখন আমেনা খাতুন নামে এক নারী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন।
তিনি বলেন, আমরা যেমন বীর সেনানিদের স্মরণ করছি একইসঙ্গে আমাদের সেই বীর নারীদের কথাও স্মরণ করতে হবে। যারা আমাদের নারী সমাজকে সামনের দিকে নিয়েছিলো। লালন করতে হবে শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের মতো মহৎ নারীদের। তাদের কথা ভুলে গেলে বাঙালির ইতিহাস, ঐতিহ্যকেই যেন ভুলে যাওয়া হয়।
বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিম আরা হক মিনুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরিন, শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছোট ভাই সেলিম সাহাবুদ্দিন, সেলিনা পারভীনের ছোট বোনের মেয়ে মেহেরুন এন ইসলাম, কামরুন ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
ইএআর/আরআর