ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে অটোরিকশা খাদে পড়ে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৯
সিরাজগঞ্জে অটোরিকশা খাদে পড়ে চালক নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে  চালক ইসরাইল হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার অটোরিকশার যাত্রী আহত হয়েছেন।  

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সকালে মুলিবাড়ি-সয়দাবাদ আঞ্চলিক সড়কের ঠাকুরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত ইসরাইল হোসেন বেলকুচি উপজেলার জিধুরী গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

 

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইনসপেক্টর মো. আব্দুল হামিম বাংলানিউজকে বলেন, বেলকুচি থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি সিরাজগঞ্জে যাচ্ছিলো। অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক মারা যান। আহত হন আরও চার যাত্রী।  

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। আহত যাত্রীদের বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে। তারা শঙ্কামুক্ত রয়েছেন বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।