শনিবার (১৩ এপ্রিল) দুপুরে গাজীপুর র্যাব-১ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান। এর আগে শুক্রবার (১২ এপ্রিল) দিনগত রাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- জামালপুর সদর থানার পশ্চিম নাসিরপুর এলাকার মৃত লেদন মিয়ার ছেলে মো. শাহিন আলম (৪০), একই থানার নুরুন্দী এলাকার মৃত নবাব আলীর ছেলে মো. জামাল উদ্দিন (৩৩), বকশিগঞ্জ থানার নামাপাড়ার মৃত নগর বেপারির ছেলে মো. লাজু মিয়া উজ্জল (৩৮), ময়মনসিংহের নান্দাইল থানার বেতাগোর এলাকার হাসেনের ছেলে মো. রফিকুল ইসলাম (৩৫), সদর থানার বলাশপুর এলাকার মো. হুসেন আলীর ছেলে মো. আব্দুল মান্নান (৩৫) ও ফুলপুর থানা এলাকার মৃত মান্নানের ছেলে মো. আব্দুল লতিফ (৬০)।
আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে গজারিয়াপাড়ার পশ্চিম পাশে গজারি বনে অভিযান চালানো হয়। এসময় ছোরা, চাপাতি ও চাকুসহ ওই ছয় ডাকাতকে আটক করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে দু’টি স্বর্ণের রিং, তিনটি আংটি, লকেটযুক্ত স্বর্ণের চেইন, স্বর্ণের ব্রেসলেট, পায়েল ও পিকআপ জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
আরএস/আরবি/