বুধবার (০৮ মে) দুপুরে শহরের রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।
রফিকুল ইসলাম নবীনগর উপজেলার বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বাংলানিউজকে জানান, অভিযুক্ত শিক্ষককে আদালতে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে।
জানা যায়, ক্লাসে পড়া না পারায় গত ১০ এপ্রিল ওই বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মো. জাবেদ মিয়া রিফাতকে বেত্রাঘাত করেন। তখন রিফাতের বাম চোখে বেতের আঘাত লাগে। পরে রিফাতকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠায়।
এ ঘটনায় রিফাতে বাবা সিজিল মিয়া অভিযুক্ত শিক্ষক মো. জাবেদ মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সভাপতি সফিকুল ইসলামের বিরুদ্ধে নবীনগর থানায় মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে রফিকুল ইসলামকে গ্রেফতার করা হলো।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, মে ০৮, ২০১৯
এনটি