শনিবার (৬ জুলাই) সকালে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার।
আটকরা দু’জন হলেন- ফরিদপুরের বোয়ালমারী থানার রাজাপুর এলাকার সৈয়দ মাহনুর হাসান জুয়েল ও তার ভাই সৈয়দ মাহবুব হোসেন।
সংবাদ সম্মেলনে এসপি শামসুন্নাহার জানান, গাজীপুর পুলিশ সুপারের আত্মীয় পরিচয় দিয়ে প্রতারক চক্রটি গাজীপুর থেকে ফোনের মাধ্যমে দুই থেকে তিনজন প্রার্থীর নাম ও রোল নম্বর জানতে চায়। পরে ফোনের সূত্র ধরে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা শুক্রবার (৫ জুলাই) রাতে রাজধানীর মালিবাগ থেকে জুয়েল ও তার ভাই মাহবুবকে আটক করে। এ সময় আটকদের কাছ থেকে কনস্টেবল পদে নিয়োগের সারাদেশের ১১টি জেলার ১৫ জন প্রার্থীর প্রবেশপত্র ও গুরুত্বপূর্ণ কাগজ উদ্ধার করা হয়েছে।
যেসব প্রার্থী নিয়োগ পরীক্ষায় টিকে যাবে এমন প্রার্থীদের টার্গেট করে প্রতারক চক্রটি প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৯
আরএস/আরআইএস/