ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কোরবানির বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করবে বিসিসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
কোরবানির বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করবে বিসিসি

ব‌রিশাল: ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এলাকা থেকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে।

সোমবার (৫ জুলাই) দুপুরে বরিশাল নগরের চাঁদমারী এলাকায় অফিসার্স মেসের সভাকক্ষে ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের সহকারী পরিচ্ছন্নতা কর্মকর্তা রেজাউল করিম রেজা এ কথা জানান।

তিনি জানান, আমাদের এক হাজার পরিচ্ছন্নতা কর্মী রয়েছে।

ময়লা-আবর্জনা বহনের জন্য রয়েছে ২২টি ট্রাকসহ আধুনিক বেশকিছু যানবাহন রয়েছে। ঈদুল আজহায় এলাকা ভিত্তিক ময়লা পরিবহনের জন্য ভ্যান ব্যবহার করে পরিচ্ছন্নতা কর্মীরা ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করবে।

এদিকে বিসিসি সূত্রে জানা গেছে, গতবছরের মতো এবারেও প্রতিটি ওয়ার্ডে পশু কোরবানির জন্য স্থান নির্ধারণ করে দেবে নগর ভবন কর্তৃপক্ষ। যেখানে এলাকা ভিত্তিকভাবে সবাই মিলে পশু কোরবানি দেবে এবং পশুর বর্জ্য সেখানে নির্ধারিত স্থানে বস্তা ভরে রাখবে। পরে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা সেখান থেকে বর্জ্য অপসারণ করে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেবেন। তবে এর বাহিরে যদি কেউ নিজ বাড়িতে পশু কোরবানি দেয়, তাদের নিজ ব্যবস্থাপনায় পশুর কোরবানির বর্জ্য সেখান থেকে অপসারণ করতে হবে নয়তো নির্ধারিত স্থানে নিয়ে রাখতে হবে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।