ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছোট গরু বেচাকেনা শুরু, আশায় বড় গরুর ব্যাপারীরা

মফিজুল সাদিক, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
ছোট গরু বেচাকেনা শুরু, আশায় বড় গরুর ব্যাপারীরা ছোট গরুর ক্রেতা আসছেন বেশি। ছবি: বাংলানিউজ

গাবতলী পশুর হাট থেকে: কোরবানির ঈদের বাকি মাত্র দুই দিন। এ উপলক্ষে সপ্তাহখানেক ধরেই হাটে এসেছে ছোট-বড় বিভিন্ন আকারের পশু। এ কয়দিন কাজের ব্যস্ততা আর বৃষ্টির কারণে হাটে ক্রেতার আনাগোনা কিছুটা কম ছিল। তবে, শুক্রবার (৯ আগস্ট) সকাল থেকে ক্রেতা আসা বেড়েছে। ছোট আকারের, বিশেষ করে ৬৫ থেকে ৮৫ হাজার টাকা দামের গরু বিক্রি বেশি হচ্ছে। তবে, বড় গরুর বেচাকেনা এখনো শুরু হয়নি।

শুক্রবার (৯ আগস্ট) গাবতলী পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে।  

চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছেন জামাল উদ্দিন ব্যাপারী।

এক দিন আগে ২৪টি ছোট গরু হাটে তুলেছেন। এর মধ্যে চারটা বিক্রি হয়ে গেছে।

জামাল উদ্দিন বাংলানিউজকে বলেন, শুক্রবার (৯ আগস্ট) থেকে হাটের অবস্থা ভালো। বেচাকেনা বেড়েছে।

কুষ্টিয়ার খোকসা থেকে ১৫টি গরু এনেছিলেন আমিরুল ইসলাম ব্যাপারী। এর মধ্যে ছয়টি গরু বিক্রি করেছেন।  

আমিরুল বাংলানিউজকে বলেন, ছোট গরুর বেচাকেনা ভালো। আল্লাহ দিলে খদ্দের বাজারে লাগছে।

টাঙ্গাইলের ভুয়াপুরের খামারি শহিদুল ইসলাম। মাত্র দুই দিন আগে হাটে তুলেছেন ১০৬টি গরু। এর মধ্যে ৩০টি বিক্রি হয়েছে।  

শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, বেচাকেনা হালকা শুরু হয়েছে। আশা করছি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেচাকেনাও বাড়বে।

তবে, বড় গরুর ব্যাপারীরা এখনো খুব একটা বিক্রি করতে পারেননি।  

বগুড়ার সান্তাহার থেকে গাবতলী হাটে এসছেন লিটন ব্যাপারী। দুই দিন আগে হাটে ২১টি বড় গরু তুলেছেন। এখন পর্যন্ত একটাও  বিক্রি করতে পারেননি।

লিটন ব্যাপারী বাংলানিউজকে বলেন, এখনো বউনি করতে পারিনি। আশা করি, বড় গরুর ক্রেতারাও শিগগিরই হাটে আসা শুরু করবে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এমআইএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।