বুধবার (১৪ আগস্ট) ভোরে ভোলা সদরের দক্ষিণ রাজাপুর ৪নং ওয়ার্ডে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতদের দুই দস্যুর নাম-পরিচয় জানা যায়নি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া বাংলানিউজকে জানান, আধিপত্য বিস্তার নিয়ে মেঘনা পাড়ে দুই গ্রুপ দস্যুদের মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে ত্রিমুখী বন্দুকযুদ্ধের এক পর্যায়ে দস্যুরা ট্রলার নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক, এক রাউন্ড গুলি ও দুইটি রাম দাসহ গুলিবিদ্ধ দুই দস্যুর মরদেহ উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
এনটি