ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৯ কোটি টাকা আত্মসাৎ, হাসানুল মুজিবের নামে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
৯ কোটি টাকা আত্মসাৎ, হাসানুল মুজিবের নামে মামলা দুদকের লোগো

ঢাকা: অলিভ রেস্টুরেন্টের মালিক এআইএম হাসানুল মুজিবের বিরুদ্ধে ৯ কোটি ২১ লাখ ১৪ হাজার টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৮ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. খলিলুর রহমান সিকদার দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে  বলা হয়, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৯ কোটি ২১ লাখ ১৪ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন এবং দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দিয়ে দুর্নীতি দমন কমিশন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় অপরাধ করার অভিযোগ তার বিরুদ্ধে মামলাটি করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।