বুধবার (২৮ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. খলিলুর রহমান সিকদার দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৯ কোটি ২১ লাখ ১৪ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন এবং দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দিয়ে দুর্নীতি দমন কমিশন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় অপরাধ করার অভিযোগ তার বিরুদ্ধে মামলাটি করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এসএমএকে/এএ