ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

৫ দিন পর পদ্মা নদী থেকে নিখোঁজ রাখালের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
৫ দিন পর পদ্মা নদী থেকে নিখোঁজ রাখালের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ: নিখোঁজের পাঁচ দিন পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনোহরপুর এলাকায় পদ্মা নদী থেকে তরিকুল ইসলাম (৪৫) নামে এক রাখালের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে নদী থেকে ভাসমান অবস্থায় ওই রাখালের মরদেহ উদ্ধার করে তার পরিবারের সদস্যরা।

তরিকুল ইসলাম জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর গ্রামের আরশাদ আলির ছেলে।

তিনি ভারত থেকে গরু আনতে গিয়ে পদ্মা নদীতে ডুবে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

তরিকুল ইসলামের পারিবারিক সূত্র জানায়, পাঁচদিন আগে শিবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে থেকে গরু আনতে গিয়ে নিখোঁজ হন তরিকুল। শনিবার সকালে মনোহরপুর গ্রামের পাশে পদ্মা নদীতে তরিকুলের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তার পারিবারের সদস্যদের খবর দেয়। খবর পেয়ে বেলা ১১টার দিকে তার আত্মীয় স্বজনেরা তরিকুলের মরদেহ উদ্ধার করে।

তরিকুলের চাচা ও মনাকষা ইউপি সদস্য শুকুরুদ্দিন বাংলানিউজকে জানান, তরিকুলের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিকেলে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।