ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কামরাঙ্গীরচরে জালনোটসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৯
কামরাঙ্গীরচরে জালনোটসহ আটক ১ আটক হাসমত আলী

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে জালনোটসহ হাসমত আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) সদস্যরা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) র‌্যাব-১০ থেকে পাঠান এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-১০ এর সার্জেন্ট ইমন সিনহা বাংলানিউজকে জানান, বুধবার (০৪ সেপ্টেম্বর) রাত ১১টায় রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় র‌্যাব ১০ এর একটি দল অভিযান চালিয়ে হাসমত নামে এক জাল টাকা বিক্রেতাকে আটক করে।

এসময় তার কাছ থেকে এক হাজার টাকার জালনোট ৩২টি, পাঁচশ টাকার একটি নোট, মোট ৩২ হাজার ৫শ টাকার জাল এবং একটি মোবাইলফোন জব্দ করা হয়। আটক হাসমত কামরাঙ্গীরচর এলাকাসহ ঢাকার বিভিন্ন এলাকায় জাল টাকা কেনাবেচার ব্যবসা করে আসছিলেন।

আটক হাসমতের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলেও জানান র‌্যাবের ওই সাজেন্ট।

বাংলাদেশ সময়: ০৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।