সোমবার (০৯ সেপ্টেম্বর) সকালে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কামাল।
লিখিত বক্তব্যে বলা হয় ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর তৎকালীন পাহাড়িদের বিচ্ছিন্নতাবাদী সংগঠন শান্তিবাহিনী জেলার লংগদু উপজেলার পাকুয়াখালী নামক স্থানে ৩৫ বাঙালি কাঠুরিয়াকে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনার ২৩ বছরেও তদন্ত রিপোর্ট প্রকাশ হয়নি এবং চিহ্নিত খুনিদের বিচার করা হয়নি। তৎকালীন সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের আশ্বাস দিলেও তা করা হয়নি বলে অভিযোগ করা হয়।
নেতারা বলেন, পাকুয়াখালী হত্যাকাণ্ডসহ পাহাড়ের সংগঠিত গণহত্যাগুলোর বিচার না হওয়ায় খুনিরা এখনো পার্বত্য চট্টগ্রামকে অস্থির করে রেখেছে।
সংবাদ সম্মেলন থেকে পাকুয়াখালীসহ সব হত্যাকাণ্ডের বিচার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর অভিযানসহ ৮ দফা দাবি জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৯
আরএ