ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে রাষ্ট্রপতি জিল্লুর রহমান সেতু উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৯
ভৈরবে রাষ্ট্রপতি জিল্লুর রহমান সেতু উদ্বোধন রাষ্ট্রপতি জিল্লুর রহমান সেতু উদ্বোধন করছেন নাজমুল হাসান পাপন। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে কালী নদীর উপর নির্মিত প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সেতু উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (৭ অক্টোবর) বিকেলে সেতুটি উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান পাপন।

৫২০.৬০ মিটার সেতুটি ৭১ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ।

সেতুটি উদ্বোধন হওয়ার ফলে ভৈরব ও কুলিয়ারচর উপজেলার মধ্যে সংযোগ স্থাপন হয়েছে।  

কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কুলিয়ারচর গ্রুপের চেয়ারম্যান মো. মুছা মিয়া (সিআইপি), ঢাকা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুশংকর চন্দ্র আচার্য্য, ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. সায়দুল্লাহ মিয়া, কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াছির মিয়া, কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আজিজ, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা, ভৈরব সার্কেলের এএসপি রেজওয়ান দিপু, কুলিয়ারচর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. সামাদুল ইসলাম, ভৈরব উপজেলা প্রকৌশলী মো. ইব্রাহীম মিয়া, গজারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন খানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
 
বাংলাদেশ সময়: ২১১৪ ঘন্টা, অক্টোবর ০৭, ২০১৯ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।