বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় রংপুরে মামলাটি দায়ের করা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।
তিনি বলেন, দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রংপুরে মামলাটি দায়ের করা হয়েছে।
অভিযোগের সংক্ষিপ্ত বিবরণীতে বলা হয়, দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১ কোটি ২৮ লাখ ২৯ হাজার ৬৮ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করে কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেওয়া এবং অর্জিত সম্পদের মধ্যে ২ কোটি ৮৭ হাজার ৪০১ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখায় আইন ২০০৪ এর ২৬ (২) ধারা ও ২৭(১) ধারায় মামলাটি দায়ের করে দুদক।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
এসএমএকে/ওএইচ/