বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে সুয়ালক ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে এসব কথা বলেন মন্ত্রী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার রেজুয়ানুল হক, স্থানীয় প্রকৌশল বিভাগ বান্দরবানের নির্বাহী প্রকৌশলী জিল্লুর সাহাদাত, জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নোমান হোসেনসহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারা।
মন্ত্রী বলেন, পার্বত্যাঞ্চলের উন্নয়নে সরকার খুবই আন্তরিক। শিক্ষা, স্বাস্থ্য যোগাযোগ ক্ষেত্রে বর্তমান সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং দুর্গম অঞ্চলে মানুষদের বিদ্যুৎ সুবিধার আওতায় আনার জন্য ইতোমধ্যে ১১ হাজার সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে আরো ৪৫ হাজার সোলার প্যানেল বিতরণ করা হবে। এর আগে মন্ত্রী সদর উপজেলার যৌথ খামার নীলাচল ভাগ্যকুল ও সুয়ালক ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে ১৬ কোটি টাকার ৫টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
পরে মন্ত্রী সুলতানপুর এলাকায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় যোগদান করেন।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এসএইচ