ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মতলব উত্তরে অস্ত্র-গুলিসহ ডাকাত সরদার গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৯
মতলব উত্তরে অস্ত্র-গুলিসহ ডাকাত সরদার গ্রেফতার

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে শাটারগান ও দুই রাউন্ড গুলিসহ মোহাম্মদ আলী (৪১) নামে এক ডাকাত সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে খালপাড় দূর্গাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের বাহর আলী প্রধানের ছেলে।

মোহাম্মদ আলী একাধিক ডাকাতি মামলার আসামি।

পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর রাত সাড়ে ৩টায় এক সৌদি প্রবাসী ঢাকা বিমানবন্দর থেকে বাসে করে নিজ বাড়ি হাজীগঞ্জে যাচ্ছিলেন। পথে মতলব উত্তর উপজেলার মৌটুপী নামক স্থানে এলে একদল অস্ত্রধারী ডাকাত রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথরোধ করে। পরে গাড়ির গ্লাস ভেঙে অস্ত্রের ভয় দেখিয়ে চালককে জিম্মি করে যাত্রীদের মারধর করে অর্থ, স্বর্ণালঙ্কার, মোবাইল লুটে নেয়।  

এ ঘটনায় গত ৩০ অক্টোবর থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মোহাম্মদ আলীকে গ্রেফতার করে ও তার বসতঘর থেকে দুই রাউন্ড গুলিসহ একটি শাটারগান উদ্ধার করা হয়।  

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা বাংলানিউজকে বলেন, ডাকাত সর্দার মোহাম্মদ আলী একাধিক ডাকাতি মামলার আসামি। বিকেলে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এ ঘটনায় জড়িতদের আটক করতে সক্ষম হবো। ডাকাতির মালপত্র উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।