ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ট্রাকচালক বেশে ইয়াবা পাচার, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
ট্রাকচালক বেশে ইয়াবা পাচার, আটক ১ র‌্যাবের হাতে ইয়াবাসহ কেফায়েতুল্লাহ আটক।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ কেফায়েতুল্লাহ ওরফে রুবেল (২৭) নামে এক ট্রাকচালককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে র‌্যাব থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাকটার্মিনালে র‌্যাব-১১ এর সদস্যরা একটি ট্রাকে তল্লাশি চালান।

এ সময় প্রায় তিন হাজার আটশ ৯০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে ট্রাকচালক কেফায়েতুল্লাহকে আটক করা হয়।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে চালক বেশে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচার করে আসছিলেন বলে কেফায়েতুল্লাহ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। কেফায়েতুল্লাহর বাড়ি বান্দরবানের সদর থানাধীন মিঠাখালীপাড়া এলাকায়। মূলত ট্রাকচালক তার একটি ছদ্মবেশ মাত্র। তিনি ট্রাকে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে ইয়াবা পরিবহন করতেন।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।