ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কারখানায় সিলিং ভেঙে প্রাণ গেলো শ্রমিকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
কারখানায় সিলিং ভেঙে প্রাণ গেলো শ্রমিকের

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় একটি ফ্যানের কারাখানায় কাজ করার সময় লোহার সিলিং ভেঙে মীর আব্দুর রউফ (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় আব্দুর রউফকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে বেলা সাড়ে ১১টায় দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী রবিউল ইসলাম জানান, তারা মাতুয়াইল এলাকার কলেজরোডে একটি সিলিং ফ্যানের কারাখানায় কাজ করেন। সকালে কাজ করার সময় একটি বড় লোহার সিলিং ভেঙে আব্দুর রউফের মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আব্দুর রউফের বাড়ি বাগেরহাট জেলার কচুয়ায় ও থাকতেন মাতুয়াইল এলাকায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।