ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে এমপির বাসার সামনে থেকে হাতবোমা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
মেহেরপুরে এমপির বাসার সামনে থেকে হাতবোমা উদ্ধার

মেহেরপুর: মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের বাড়ির পাশ থেকে দুইটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১২টার সময় গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে বোমা দুটি উদ্ধার করেন।

এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বাংলানিউজকে বলেন, সকাল পৌনে ১২টার দিকে হাতবোমা দুটি স্থানীয়রা দেখতে পেয়ে আমাকে খবর দেন।

পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।  

তিনি আরো জানান, সামনে দলীয় কাউন্সিল রয়েছে। কাউন্সিলকে সামনে রেখে প্রতিপক্ষরা ভয়ভীতি দেখানোর জন্য বোমা দুটি রেখে যেতে পারে। তবে আমি এসবে ভয় পাইনি।

ওসি ওবাইদুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে হাতবোমা দুটি উদ্ধার করা হয়েছে। কে বা কারা এর সঙ্গে জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।