ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নাসিকের ১২ নম্বর ওয়ার্ডে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২০
নাসিকের ১২ নম্বর ওয়ার্ডে সড়ক নির্মাণকাজের উদ্বোধন নাসিকের ১২ নম্বর ওয়ার্ডে সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের জেলা পরিষদ থেকে চাঁদমারি পর্যন্ত আরসিসি ঢালাই ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে এ কাজের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ফরিদা বেগম।

এ কাজের জন্য ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ২৫ লাখ টাকা, আর সময় ধরা হয়েছে ছয় মাস।

এ সড়কটিতে বর্ষা ছাড়াও বিভিন্ন মৌসুমে পানি জমে থাকায় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল সড়কটি দ্রুত নির্মাণের পাশাপাশি ড্রেন নির্মাণ করা। সে দাবির প্রেক্ষিতেই দ্রুত এ কাজের উদ্বোধন করা হয়েছে।

১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, পানির সমস্যা সমাধানের জন্য এখানে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। বর্ষা এলেই এলাকাবাসী ব্যাপক দুর্ভোগ পোহাতো। আশা করছি সড়ক ও ড্রেন নির্মাণ হলে শিগিগিরই এ সমস্যার সমাধান হয়ে যাবে।

এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মিনোয়ারা বেগমসহ স্থানীয় ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
এমআরপি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।