ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দেশের সব নদীবন্দরে প্রবেশ ফি বাতিলের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
দেশের সব নদীবন্দরে প্রবেশ ফি বাতিলের দাবিতে মানববন্ধন

ঢাকা: রাজধানীর সদরঘাটসহ দেশের সব নদীবন্দরে প্রবেশ ফি বাতিল, ঘাটগুলোর ইজারা প্রথা বাতিল ও কুলি হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন লঞ্চ যাত্রী ঐক্য পরিষদ।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য দেন জাহিদুল ইসলাম, শরীফ হোসাইন, হাছান মাহমুদ, আরিফ হোসাইন, মহিউদ্দিন রাজু, বোরহান খান প্রমুখ।

বক্তারা বলেন, ঢাকার সদরঘাটসহ দেশের সব নদীবন্দরে যাত্রী হয়রানি এখনও বন্ধ হয়নি। এছাড়া ঘাটগুলোতে কুলি নামক চাঁদাবাজরা সাধারণ যাত্রীদের প্রতিনিয়ত হয়রানি করছে। এ বিষয়গুলো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নজরে আসছে না। অন্যদিকে তারা ঘাটে প্রবেশ ফি দ্বিগুণ করেছে। যেটা যাত্রীদের জন্য অমানবিক।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
পিএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।