ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে বাসচাপায় এক ব্যক্তি নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
ধামরাইয়ে বাসচাপায় এক ব্যক্তি নিহত

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে বাসচাপায় কাঞ্চন মিয়া (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি এক্সেল লোড কন্ট্রোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাঞ্চন মিয়া মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ব্রামনহাটি গ্রামের মৃত হোসেন উদ্দিনের ছেলে।

তাৎক্ষণিকভাবে আটক বাস চালকের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, দুপুরে সাইকেল চালিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে ধামরাইয়ের বারবাড়ীয়ায় যাচ্ছিলেন কাঞ্চন। তিনি ধামরাইয়ের বাথুলি এক্সেল লোড কন্ট্রোল এলাকায় পৌঁছালে ঢাকাগামী এনএনবি লাক্সারি পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

গোলড়া হাইওয়ে থানা পুলিশ পরিদর্শক (ওসি) লুৎফর রহমান বাংলানিউজকে জানান, বাস ও বাসের চালককে আটক করা হয়েছে। সেই সঙ্গে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।