ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মালিবাগে বিদেশি মদ-বিয়ারসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
মালিবাগে বিদেশি মদ-বিয়ারসহ আটক ২ আটক দুই মাদক ব্যবসায়ী: ছবি- বাংলানিউজ

ঢাকা: রাজধানীর মালিবাগ মোড় এলাকার একটি বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৩)।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করা হয়।  আটক ২ মাদক ব্যবসায়ী হলেন জিয়াউল হক (৩১) ও মিজানুর রহমান (৩৩)।

র‌্যাব-৩ (সিপিবি-২) কোম্পানি কমান্ডার মেজর মো. জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে রমনা থানার মালিবাগ মোড় এলাকার একটি বাসায় র‌্যাব-৩ এর একটি দল অভিযান চালায়। অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৬৭ বোতল বিদেশি মদ ও ২০৭টি বিয়ার ক্যান জব্দ করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা,ফেব্রুয়ারি ১৯, ২০২০
এমএমআই/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।