ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডিবি অফিসের নির্মাণাধীন প্রধান ফটক ধসে ৪ শ্রমিক আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, মার্চ ৬, ২০২০
ডিবি অফিসের নির্মাণাধীন প্রধান ফটক ধসে ৪ শ্রমিক আহত

ঢাকা: রাজধানীর মিন্টো রোডে ডিবি অফিসের নির্মাণাধীন প্রধান ফটক ধসে ৪ নির্মাণশ্রমিক আহত হয়েছেন। 

শুক্রবার (৬ মার্চ) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, রাজমিস্ত্রী রবিউল ইসলাম (৩৫), রডমিস্ত্রী মিলন শেখ (৩৫), ঢালাইমিস্ত্রী আ. রশিদ (৬০) ও ইলিয়াস হোসেন (৩৫)।

আহতরা জানান, বেশ কিছুদিন ধরেই এখানে সেন্টারিং ও রডের কাজ চলছিল। আজ সকাল থেকে গেটের ওপরের ছাদ ঢালাই করা হচ্ছিল। গেটটি ২৫ ফিট উচু। এক পর্যায়ে অতিরিক্ত চাপে এর ছাদ ধসে পড়ে। এতে ছাদের ওপর ও নিচে থাকা তারা ৪ জন আহত হযন। পরে তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আহত ৪ জনের অবস্থা আশঙ্কামুক্ত। তাদের হাত-পা, মাথাসহ শরীরের কিছু অংশে আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে সবাইকে ছেড়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০ 
এজেডএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।