সোমবার (০৯ মার্চ) বিকেলে বরিশালে ডিডব্লিউএফের (ডিজেবল ওয়েলফেয়ার ফাউন্ডেশন) উদ্যোগে জাপান সরকারের সহায়তায় নির্মিত আনোয়ারা তোফাজ্জেল বৃদ্ধাশ্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বরিশালের উন্নয়নে দীর্ঘদিন ধরেই কাজ করছে জাপান সরকার।
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিপরীতে এই বৃদ্ধাশ্রমটি স্থাপন করা হয়েছে। এখানে প্রাথমিক পর্যায়ে ২০ জনের বিনামূল্যে আবাসনের ব্যবস্থা রয়েছে। এছাড়ায় একই স্থানে ডিডব্লিউএফ আনোয়ারা তোফাজ্জেল পেলিয়েটিভ হসপিটালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাপান রাষ্ট্রদূত।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ-জাপান ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমিরুল ইসলাম খান বুলবুল, ডিডব্লিউএফের চেয়ারম্যান মো. ঝাহিরুল ইসলাম, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক মো. সরাজুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এমএস/এসআরএস