ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে ৬ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
হবিগঞ্জে ৬ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উদ্বোধনী ফলক উন্মোচন শেষে বক্তব্য রাখছেন এমপি আবু জাহির

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলায় ৫ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে ৬ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে তিনটি রাস্তার উদ্বোধন, একটি বাজার উন্নয়ন ও দুইটি উচ্চ বিদ্যালয়ে ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত হবিগঞ্জ-৩ আসনের এমপি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির এসব প্রকল্পের উদ্বোধনী ফলক উন্মোচন করেন।

এগুলো হলো- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ৫২ লাখ টাকা শায়েস্তাগঞ্জের ব্যয়ে পশ্চিম নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন, ১৯ লাখ টাকা ব্যয়ে মেরামত হওয়া শাযেস্তাগঞ্জ দেউন্দি হয়ে ফরিদপুর নিশাপট রাস্তার উদ্বোধন, ১৩ লাখ টাকা ব্যয়ে মেরামত হওয়া শায়েস্তাগঞ্জ-দেউন্দি বাজার রাস্তার উদ্বোধন ও ২ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে পুরাই কলা বাজার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন।

 

এছাড়াও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ৮৬ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের গংগানগর উচ্চ বিদ্যালয়ের ভবন এবং একই পরিমান টাকা ব্যয়ে শায়েস্তাগঞ্জের মোজাহের উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

নির্মাণ কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন শেষে পৃথক সুধী সমাবেশে বক্তব্য রাখেন এমপি আবু জাহির। এ সময় শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী ওবায়দুল বাশার, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসাইন মো. আদির জজ মিয়া, মাহবুবুর রহমান হিরোসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এছাড়াও সংশ্লিষ্ট বিভাগে দায়িত্বপ্রাপ্তরা ও শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

সমাবেশে এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থা ও শিক্ষার উন্নয়নে বিপ্লব ঘটিয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্তদের আন্তরিকভাবে কাজ করতে হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত অভিভাবক ও মা সমাবেশ আয়োজন এবং শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের প্রতিদিন উপস্থিতি নিশ্চিতের নির্দেশনা দেন তিনি।

বাংলাদেশ সময়: ০৫১২ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।